Welcome to Shilpangon
নতুন সকাল
সত্য ও সুন্দরের লক্ষ্যে আমরা শিল্পের সাধনায় ব্রত হয়েছি। সৃজনশীল চর্চার ভেতর দিয়ে আমরা খুঁজি সৃষ্টির রহস্য, উপভোগ করি প্রকৃতির সৌন্দর্য্য, ভালোবাসি মনুষ্যত্বকে, উন্মুক্ত করি সকল অন্ধকারের অর্গল। স্নিগ্ধ নির্মল বাতাসে সকলে মিলে প্রানভরে শ্বাস নেয়ার লক্ষ্যেই আমাদের সকল প্রচেষ্টা। এ সুন্দরের পথযাত্রায় সকল সুধীজনদের জানাই সুস্বাগতম।
শিল্পাঙ্গন বাংলা সৃজনশীল চর্চার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলা সাহিত্য ও শিল্পের সকল শাখায় নিয়মিত প্রশিক্ষণ ও পেশাদার চর্চাই আমাদের উদ্দেশ্য। গুণী, সৎ ও মেধাবী সকল শিল্পী, কলাকুশলী ও বোদ্ধাজনের মিলনস্থল হবে শিল্পাঙ্গন। সকলের সক্রিয় অংশগ্রহণেই কেবল একটি শিল্পসম্মত ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
নবান্ন বাংলা সংস্কৃতির এক উল্লেখযোগ্য অংশ। সুদীর্ঘ কৃষিকাজের পরিশ্রমশেষে নতুন ধানের ঘ্রাণে বাংলার ঘরে ঘরে জমে উঠে আনন্দোৎসব। নব অন্ন নিয়ে আসে নতুন প্রেরণা, সামনে এগিয়ে যাবার উদ্দীপনা। এ যেন নতুন ভোরে নতুন আলোয় আবার জেগে ওঠা, সত্য ও সুন্দরের লক্ষ্যে আবার শপথ নেয়া। নবান্ন উৎসবে আমরা সবাই এসেছি নবজাগরণের উদ্যমে। এখানে জমবে মেলা, বসবে পিঠার আয়োজন, আর চলবে বিরামহীন সুর ও ছন্দের খেলা। শিল্পাঙ্গনের মেধাবী শিল্পীদের সঙ্গে একই মঞ্চে আমন্ত্রিত গুনী শিল্পীদের পরিবেশনা ও সুধীজনের পদচারণায় মুখরিত হবে উৎসব প্রাঙ্গণ। এ বুঝি ভালোবাসার সময়, এ বুঝি মুগ্ধ হবার পালা, এ বুঝি মানবজন্মের সার্থকতা খুঁজে পাওয়ার লগন।
আর ক’দিন পর বাংলাদেশের মহান বিজয় দিবস। লক্ষ শহীদের রক্ত ও কোটি মানুষের ত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের প্রানপ্রিয় মাতৃভূমির জন্য থাকবে আজীবন ভালোবাসা। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।
একই সঙ্গে স্মরণ করছি প্রবাসের ধন্যবাদ দিবসের (Thanksgiving Day) কথা। এও যেন নবান্নের আর এক রূপ। নতুন ফসল দিয়ে প্রতিবেশী ও স্বজনদের কৃতজ্ঞতা জ্ঞাপন ও অতিথি আপ্যায়নের ভেতর আমরা সে একই মানবিক বৈশিষ্ট্য লক্ষ্য করি। দেশে দেশে যুগে যুগে মানুষ মানবতার মশাল জ্বালিয়ে চলেছে।
নবান্ন উৎসব আয়োজনে শিল্পাঙ্গন সকল সুধীজনের নিকট কৃতজ্ঞ হয়ে রইলো। পৃষ্ঠপোষকবৃন্দের আশীর্বাদ, কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম, শিল্পীদের নিরলস সাধনা এবং স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা আমাদের পাথেয় হয়ে থাকবে।
সকলের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক। জয় হোক সত্যের।
বিনীত-
আমর আশরাফ
ফালাহ আহাম্মেদ
আকতার কামাল
মো: নজরুল ইসলাম
শিল্পাঙ্গনের পক্ষে